মাদারগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগে

জামালপুরের মাদারগঞ্জে রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালে সিজারিয়ান অপারেশনে অব্যবস্থাপনা ও চিকিৎসাগত ত্রুটির কারণে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে উঠেছো।
এ ঘটনায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটি) সাময়িকভাবে সিলগালা করে দিয়েছেন।
এর আগে (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাদিয়া আক্তার কল্পনা (২৩) এক প্রসূতির রোগীর মৃত্যু হয়।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার (২১ সেপ্টেম্বর) সাদিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সিজারিয়ান অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন, রোগীর শরীরে স্বাভাবিকের চেয়ে অর্ধেক হিমোগ্লোবিন ছিল। সিজারিয়ান অপারেশনের আগে রক্ত সরবরাহ করে রোগীর শরীরকে প্রস্তুত করা উচিত ছিল। সেটি না করায় জটিলতা সৃষ্টি হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, "নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনাকে একটি দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে। তারা জানায়, রোগীকে ভর্তি করার পর নিয়ম অনুযায়ী পর্যবেক্ষণ করা হয়েছিল। তবে অপারেশনের পর হঠাৎ অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের সময় তিনি মারা যান।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে হাসপাতালের দায়িত্বশীলতা ও চিকিৎসা তদারকি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিক তদন্তের ভিত্তিতে হাসপাতালের ওটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Comments