দুর্গাপূজায় ২৯ জেলাকে ‘ঝুঁকিপ্রবণ’ বলছে ‘সম্প্রীতি যাত্রা’

দুর্গাপূজাকে সামনে রেখে দেশের ২৯ জেলাকে 'ঝুঁকিপ্রবণ' হিসেবে চিহ্নিত করেছে নাগরিক সমাজ নিয়ে নবগঠিত প্ল্যাটফর্ম 'সম্প্রীতি যাত্রা'। বিগত এক দশকে দেশজুড়ে পূজা ও অন্যান্য সময়ে পূজামণ্ডপে, শোভাযাত্রার পথে বা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনা বিশ্লেষণ করে এই 'ঝুঁকি মানচিত্র' তৈরি করার কথা বলেছে তারা। এ মানচিত্রে ২৯টি 'ঝুঁকিপ্রবণ' জেলার মধ্যে পাঁচটি জেলা 'উচ্চ ঝুঁকিতে' রয়েছে বলেও মনে করছে সম্প্রীতি যাত্রা।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পূজায় ঝুঁকিপ্রবণ জেলাগুলোর তালিকা তুলে ধরা হয়েছে। এদিন মসজিদ, মন্দির, মাজার, আখড়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকার কার্যকরভাবে রক্ষার প্রয়াসে 'সম্প্রীতি যাত্রা' নামের প্ল্যাটফর্মটি একটি কর্মসূচি হিসেবেও করার কথা বলেছে।
'মসজিদ, মন্দির, মাজার, আখড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় সম্প্রীতি যাত্রার ডাক এবং আসন্ন দুর্গাপূজায় ঝুঁকি পর্যালোচনা ও করণীয়' শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে 'ঝুঁকিপ্রবণ' এলাকার তালিকা প্রকাশ করেন লেখক ও গবেষক মীর হুযাইফা আল-মামদূহ।
তার দেওয়া তথ্য অনুযায়ী, 'উচ্চ ঝুঁকিতে' রয়েছে ঢাকা, রংপুর, যশোর, চাঁদপুর ও নোয়াখালী জেলা।
আর 'মাঝারি ঝুঁকিতে' থাকা জেলার তালিকায় রয়েছে-গাজীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, বান্দরবান, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, লক্ষ্মীপুর, ফেনী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, সুনামগঞ্জ, বরিশাল, পটুয়াখালী ও নেত্রকোণা।
বাকি ৩৫ জেলাকেও তারা ঝুঁকিমুক্ত বলছেন না, পরিস্থিতি বিবেচনায় তাদের কাছে সেসব জেলা 'নিম্ন ঝুঁকিপূর্ণ'।
Comments