দুদকের অভিযানে ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা ও সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামে ঘুষের টাকাসহ সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুদক। মঙ্গলবার কাস্টমস হাউস চট্টগ্রামে ফাঁদ পেতে তাদের গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম।
দুদক সূত্রে জানা গেছে, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের মালিক আমির হোসেন জাপান থেকে আমদানি করা পণ্য ছাড়ের কাগজপত্র জমা দিলে সংশ্লিষ্ট সেকশন-৭ (বি)-এর কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন ইচ্ছাকৃতভাবে হয়রানি করেন। তারা নির্ধারিত শুল্কের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন এবং টাকা না দিলে পণ্য ছাড়ে বিলম্বিত করে নিলামে বিক্রির হুমকি দেন।
পরে প্রোপাইটর আমির হোসেন এ বিষয়ে দুদককে অবহিত করলে কমিশন প্রয়োজনীয় অনুমোদন নিয়ে পরিকল্পিত ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুদকের টিম ছদ্মবেশে ঘুষ লেনদেন পর্যবেক্ষণ করে এবং ঘুষের টাকা গ্রহণের মুহূর্তে রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Comments