জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির মনোনয়ন পত্র কিনলেন হারুনুর রশিদ

আগামী ৪ অক্টোবর জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি পদে মনোনয়ন পত্র কিনেছেন অধ্যাপক হারুনুর রশিদ।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন এর কার্যালয়ে এ মনোনয়ন পত্র বিতরণ করা হয়।
এসময় জামালপুর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা.তারিক মেহের রনি সহ বেসরকারি ক্লিনিক মালিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক হারুনুর রশিদ শহরের স্বনামধন্য এভারগ্রীণ লাইফ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান। এর আগেও তিনি সুনামের সহিত জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। হাসপাতালের সেবাদানের মাধ্যমে জেলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত জুড়েই তার সুনাম কুড়িয়ে নিচ্ছেন। জেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের যেকোন বিপদ আপদে তিনি পাশে থেকেছেন বলে জানান বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা।
জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি প্রার্থী অধ্যাপক হারুনুর রশিদ বলেন, আমি এর আগেও জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি পদে দায়িত্ব পালন করেছি৷ আবারও সভাপতি পদে মনোনয়ন পত্র গ্রহণ করলাম। আগামী ৪ অক্টোবর আনন্দমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আশাবাদী, জামালপুরের সকল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক যারা ভোটার আছেন, তারা আমাকেই ভোট দিয়ে সভাপতি পদে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ দিবেন। নির্বাচনের মাধ্যমেই আমরা সুন্দর একটি কমিটি আপনাদের উপহার দিবো। সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ও জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ডা. মোহাম্মদ আজিজুল হক জানান, আগামী ৪ অক্টোবর উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আয়োজন চলছে। গত ১৪ অক্টোবর থেকেই মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছে।আগামীকাল ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের শেষ তারিখ। এই নির্বাচনটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটার ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই সমিতির সদস্যদের দৌড়ঝাঁপ বৃদ্ধি পেয়েছে। বইছে নির্বাচনী হাওয়া। যিনি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সদস্যদের সুখে দু:খে পাশে ছিলেন তাকেই এবার কমিটিতে বেছে নিবেন ভোটাররা।
Comments