মাদারীপুরে কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ অর্থ বছরের অংশ হিসেবে সোমবার (১৫ সেপ্টেম্বর) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনে আয়োজিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোসা: ইয়াসমিন আক্তার।
জেলা ক্রীড়া অফিসার সমীর বাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপ সচিব মোহাম্মদ হাবিবুল আলম, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শহিদুল ইসলাম মুন্সি, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাসুমুল হক, মো: জাহিদুর রহমান খান, খান আতিকুর রহমান লাবলু, জুবায়ের আহমেদ নাফি, জেলা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ফিরোজ জামান, জেলা প্রশাসন ক্লাবের সঞ্চয় কুমার চ্যাটার্জসহ অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ।
এ প্রতিযোগিতায় জেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮১ জন প্রতিযোগী অংশ নেয়। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ আয়োজন করা হয় বলে আয়োজকরা জানিয়েছেন।
Comments