নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের ১৫ বিলিয়ন ডলার মানহানির মামলা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক টাইমস এবং এর চার সাংবাদিকের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা করেছেন। সোমবার ফ্লোরিডার একটি ফেডারেল জেলা আদালতে মামলাটি দায়ের করা হয়। খবর এপি।
আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের নির্বাচনের আগে প্রকাশিত একাধিক প্রতিবেদন ও একটি বইকে কেন্দ্র করে এই মামলা করা হয়েছে। মামলার আবেদনে অভিযোগ আনা হয়েছে যে, নিউইয়র্ক টাইমস দীর্ঘদিন ধরে ইচ্ছাকৃত ও বিদ্বেষপূর্ণভাবে ট্রাম্পের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ করে আসছে।
মামলার আবেদনে বলা হয়, আসামিপক্ষ "ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রকাশ করেছে, বা জেনেশুনে সত্য গোপন করেছে এবং বেপরোয়া অবহেলার সঙ্গে আচরণ করেছে।" এ বিষয়ে নিউইয়র্ক টাইমস তাৎক্ষণিক কোনো মন্তব্য জানায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ এক পোস্টে ট্রাম্প নিউইয়র্ক টাইমসকে মিথ্যাচার ও মানহানির অভিযোগে অভিযুক্ত করেন। তিনি বলেন, সংবাদমাধ্যমটি এখন "র্যাডিকাল লেফট ডেমোক্রেট পার্টির মুখপত্রে" পরিণত হয়েছে।
এর আগে গত জুলাই মাসে ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নাল ও মিডিয়া মোগল রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের আরেকটি মানহানি মামলা করেছিলেন। ওই মামলা করা হয়েছিল ট্রাম্পের ধনকুবের জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশের ঘটনায়।
Comments