শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রাজশাহী মহানগরীতে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রাজশাহীতে এক আনন্দঘন পরিবেশে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বোয়ালিয়া থানা (পশ্চিম), ১২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে হত দরিদ্র শতাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে বস্ত্র বিতরন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট,রাজশাহী মহানগর কমিটির সদস্য, শ্রী শম্ভু রায়ের উদ্যোগে, প্রতিবছরের মতো এবারও দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বস্ত্র বিতরনের আয়োজন করা হয়।
বস্ত্র বিতরন অনুষ্ঠানটি রাজশাহীর সাহেব বাজার, ভুবনমোহন পার্কে অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে নতুন শাড়ি, লুঙ্গি ও শিশুদের জন্য পোশাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল হুদা, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক, রাজশাহী মহানগর বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শামসুল হোসেন মিলু, সভাপতি, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাকিবুল ইসলাম রাকিব, সভাপতি, ১২ নং ওয়ার্ড বিএনপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "শারদীয় দুর্গা পূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই সময়টা আনন্দ ভাগাভাগির সময়। আমরা চাই, সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন এই আনন্দে শামিল হতে পারে। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।"
সভাপতি তার বক্তব্যে আগামী শারদীয় দুর্গা পূজা যাতে নির্বিঘ্নে হয় এবং হিন্দু, মুসলিম সবাই মিলে একসাথে উৎসব পালন করতে পারে সেই আহবান জানান।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবী এবং তরুণ স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
Comments