সিলেটে র্যাব হেফাজতে থাকা আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে র্যাব-৯ এর হেফাজতে থাকা হত্যা মামলার এক আসামি গলায় ফাঁস লাগলো লাশ উদ্ধার করা হয়েছে। র্যাব জানিয়েছে কম্বল পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তাঁর নাম তানভীর চৌধুরী। বাড়ি গাজীপুরে। তিনি নওগাঁ জেলার একটি হত্যা মামলার আসামি।
আত্মগোপন থাকা তানভীর চৌধুরীকে গত শনিবার রাতে সিলেটের জৈন্তাপুর থেকে গ্রেপ্তার করে র্যাব-৯। এরপর তাকে শ্রীরামপুর এলাকার র্যাব-৯ এর কার্যালয়ে নিয়ে আসা হয়। পরদিন রোববার সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ (মিডিয়া শাখা) সোমবার দুপুরে জানান, তানভীর চৌধুরী রোববার সকালের দিকে আত্মহত্যা করেন। আমাদের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাকে গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
তিনি বলেন, রোববারই তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে তার স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।
Comments