এমির মঞ্চে এবার বাজিমাত করলেন যারা

ঘোষণা হয়ে গেল টেলিভিশন দুনিয়ায় সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি। রবিবার (১৪ সেপ্টেম্বর) লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে ৭৭তম এমি অ্যাওয়ার্ডস ঘোষণা করা হয়। এবারের আসরে বাজিমাত করেছে নেটফ্লিক্সের আলোচিত সিরিজ 'অ্যাডোলেসেন্স'। পরিচালনা, রচনা ও অভিনয়ের জন্যও মোট ৬টি পুরস্কার গেছে 'অ্যাডোলেসেন্সের' ঝুলিতে।
এছাড়া পুরস্কার পেয়েছে আলোচিত কমেডি সিরিজ 'দ্য স্টুডিও' ও ড্রামা সিরিজ 'দ্য পিট'।
এবার প্রতিযোগিতায় থাকা জনপ্রিয় শোগুলোকে পেছনে ফেলে 'দ্য পিট' জিতেছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার। এ সিরিজের অভিনেতা নোয়া ওয়াইল পেয়েছেন সেরা অভিনেতার সম্মান, আর সাপোর্টিং অ্যাকট্রেস হিসেবে চমক দেখিয়েছেন ক্যাথরিন লানাসা। 'সেভারেন্স'-এর ট্রামেল টিলম্যান হয়েছেন সেরা পার্শ্ব অভিনেতা এবং সহ-অভিনেত্রী ব্রিট লোয়ার সেরা অভিনেত্রী।
কমেডি সিরিজের সেরা হয়েছে 'দ্য স্টুডিও'। এই সিরিজে দুর্দান্ত অভিনয়ের জন্য সেথ রোজেন সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। তিনি সহকর্মী ইভান গোল্ডবার্গ জিতেছেন সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকারের পুরস্কার। 'হ্যাকস'-এ দারুণ অভিনয়ের জন্য জিন স্মার্ট হয়েছেন সেরা অভিনেত্রী এবং তার সহ-অভিনেত্রী হানাহ আইনবিন্ডার পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার।
'সমবডি সামওয়্যার'-এর জেফ হিলার সেরা পার্শ্ব অভিনেতা হয়ে সবাইকে চমকে দিয়েছেন।
সেরা লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ বিভাগে বাজিমাত করেছে 'অ্যাডোলেসেন্স'। সিরিজটি জিতেছে সেরা সিরিজ, সেরা অভিনেতা (স্টিফেন গ্রাহাম), সেরা পার্শ্ব অভিনেতা (ওয়েন কুপার), সেরা পার্শ্ব অভিনেত্রী (এরিন ডোহার্টি), সেরা পরিচালক (ফিলিপ বারান্টিনি) ও সেরা চিত্রনাট্যকারের পুরস্কার।
অন্যান্য বিভাগে বিজয়ী
টক শো: 'দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট'
রিয়েলিটি প্রতিযোগিতা: 'দ্য ট্রেইটর্স'
স্ক্রিপটেড ভ্যারাইটি সিরিজ: 'লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার'
লাইভ ভ্যারাইটি স্পেশাল: 'এসএনএল৫০: দ্য অ্যানিভার্সারি স্পেশাল'
ড্রামা সিরিজের জন্য সেরা লেখক: ড্যান গিলরয় ('অ্যান্ডর')
ড্রামা সিরিজের জন্য সেরা পরিচালক: অ্যাডাম র্যান্ডাল ('স্লো হর্সেস')
'দ্য পেঙ্গুইন'-এ দুর্দান্ত অভিনয়ের জন্য ক্রিস্টিন মিলিওটি লিমিটেড সিরিজের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।
অনুষ্ঠানে প্রয়াত অভিনেতা ম্যালকম-জামাল ওয়ার্নারকে শ্রদ্ধা জানিয়ে 'ইন মেমোরিয়াম' পর্বের সূচনা করেন তার সহ-অভিনেত্রী ফেলিসিয়া রাশাদ।
এছাড়া টেড ড্যানসন ও মেরি স্টিনবারজেন গ্রহণ করেন বব হোপ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড।
এমির ৭৭তম আসর সঞ্চালনা করেন কৌতুকশিল্পী নেইট বারগাটজে। এমি অ্যাওয়ার্ডের আসরটি সরাসরি সম্প্রচারিত হয় সিবিএসে এবং স্ট্রিমিং হয় প্যারামাউন্ট প্লাসে।
Comments