মালয়েশিয়ায় ২১তম আন্তর্জাতিক হালাল শোকেস বাংলাদেশের অংশগ্রহণ

বিশ্বের বৃহত্তম হালাল প্রদর্শনী হিসেবে বিবেচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল প্রদর্শনী (Malaysia International Halal Showcase- MIHAS 2025) এর ২১তম আসরে বাংলাদেশ অংশগ্রহণ করবে। কুয়ালালামপুর শহরে অবস্থিত Malaysia International Trade and Exhibition Centre (MITEC)-এ ১৭ থেকে ২০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চার দিনব্যাপী এই মেলা আয়োজন করেছে মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ইনভেস্টমেন্ট, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (MITI) এবং মালয়েশিয়া এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন (MATRADE).
রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB), বাংলাদেশ এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের সমন্বয়ে এই মেলায় বাংলাদেশের ৫ টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করবেন এবং তাদের বিশ্বমানের পণ্য জেলাটিন, খালি ক্যাপসুল শেল, খাদ্য ও পানীয়, প্রস্তুতকৃত খাবার, চামড়াজাত পণ্য, গৃহস্থালি ও ব্যক্তিগত যত্ন, ত্বকের যত্ন, রঙিন প্রসাধনী এবং তৈরি পোশাকসহ বিভিন্ন বাংলাদেশী পণ্য 'বাংলাদেশ প্যাভিলিয়নে' প্রদর্শন করবেন।
এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে হালাল সেক্টরের উন্নয়ন তথা মালয়েশিয়াসহ আসিয়ান অঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার বৃদ্ধি পাবে বলে আশা করছে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহানারা মনিকা।
এছাড়াও বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BMCCI) এর সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধিদল এ মেলা পরিদর্শন করবে এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য বিভিন্ন ব্যাবসায়িক সভায় অংশগ্রহণ করবেন।
২১তম এ মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (MIHAS) ২০২৫-এ 'বাংলাদেশ প্যাভিলিয়ন' পরিদর্শনের জন্য মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন পেশাজীবী, রেমিট্যান্স যোদ্ধা,ছাত্র সহ সকলের অনুরোধ করেছে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর, মালয়েশিয়ায়।
Comments