বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয় : রুমিন ফারহানা

বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের ভরাডুবির কারণ রাজনৈতিক কৌশলে পিছিয়ে থাকা ও বিভিন্নরকম প্রতিকূলতা মোকাবেলা করা। অন্য কারণ খুঁজে লাভ নেই। এমনকী সামনে জাতীয় নির্বাচনে জামায়াতও কৌশলের সঙ্গে লড়বে। তারা ইতোমধ্যেই ডিজিটাল মাঠে এগিয়ে আছে।
তবে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বিএনপি যতটা রিল্যাক্স মুডে ছিল জাতীয় নির্বাচনে এমনটা হবে না।
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে এসব কথা বলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
বিএনপি রিল্যাক্স মুডে আছে বলেই ডাকসু-জাকসুতে ধরাশায়ী হয়েছে বলে দাবি করেন রুমিন ফারহানা। তিনি বলেন, বিএনপি ১৫ বছরের ট্রামা থেকে বের হয়ে একটা রিলাক্সড অবস্থায় গেছে।
মানে একটা বছর হয়তো তারা মনে করেছে যে ঠিক আছে একটু দম নেই। হয়তোবা। যদিও এটা না নিলেই ভালো হতো। আজকে ডাকসু এবং ডাকসু নির্বাচন থেকে মনে হচ্ছে এটা না নিলেই ভালো হতো।
কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি এই দমটা নিয়েছে। জাতীয় নির্বাচন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ইউনিভার্সিটি হল নির্বাচন। এটা ইউনিভার্সিটি হল নির্বাচন একেবারেই স্টুডেন্ট ওরিয়েন্টেড। অন্যদিকে জাতীয় নির্বাচন অনেক বেশি বিস্তৃত ৩০০টা আসনে লড়াই হয় যে আগামীতে সরকার কে গঠন করবে। সো সেই জায়গাটাতে যদি আপনি দেখেন সেখানে আমার মনে হয় না যে ডাকসুতে বা জাহাঙ্গীরনগরে বিএনপি যেই রিলাক্সড মুডে নির্বাচনকে নিয়েছে বা যতটা ঢিলেঢালা ভাবে তারা হয়তো প্রস্তুতি নিয়েছে, তারা জাতীয় নির্বাচনে এরকম থাকবে না।'
রাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী ইতোমধ্যেই প্রশাসন নিয়ে অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, 'ভিপি ক্যান্ডিডেট এ কথা বলে থাকেন তাহলে উনি আসলে স্পেসিফিক করে বললেই হয় যে তারা কার কার ওপর সন্দেহ করছে। এমন কথা এক সময় রাজনীতিতে খুবই সাধারণ ছিল। হেরে গেলে আমরা নির্বাচন মানতামই না। হেরে গেলে বলতাম, নির্বাচনে ধান্ধালি হয়েছে। হেরে গেলে বলতাম, বিরোধীরা কোনো না কোনো ফন্দি করেছে। কিংবা আমি জিতব কিনা, সেটা নিয়ে আমার মনে কিছু দ্বিধা ছিল। তাই আমি আগাম এক ধরনের নিরাপত্তা তৈরি করে রেখেছিলাম। আমার মনে হয় এই ব্যাপারটা বাইরে এসে আমাদের নিজেদের বিশ্লেষণ করা উচিত। মানে, কেন এই ফলাফল হল? ঠিক আছে, ধরে নেই প্রশাসন আমাদের সাহায্য করেনি। ধরে নিলাম যে আমাদের নির্বাচনে কারচুপি হয়েছে। হলেও তো ১০০ শতাংশ কারচুপি তো আর হয় নাই। আর প্যানেলের এরকম ভরাডুবি কেন হলো? এটা তো ভরাডুবি। সো দোষারোপ থেকে বেরিয়ে নিজেদের মধ্যে বসে এটা আমাদের আত্মবিশ্লেষণ করার প্রয়োজন আছে।'
Comments