চুনারুঘাট থানার ওসি নুর আলম ক্লোজড

হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলমকে ক্লোজ করা হয়েছে। তার সরকারি বাসা থেকে প্রায় ৪ লাখ টাকা চুরির পর ব্যক্তিগত গাড়িচালকের বাড়িতে তল্লাশির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ সিদ্ধান্ত নেয়া হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।
জানা যায়, সম্প্রতি চুনারুঘাট থানার ওসি নুর আলমের বাসায় টাকা চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওসি নুর আলমের নেতৃত্বে একদল পুলিশ তার গাড়িচালক পুলিশ সদস্য ওয়াসিমের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় আসবাবপত্র তছনছ করার দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে।
এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালে ওসি নুর আলম দায়িত্বে থাকলে সুষ্ঠু তদন্ত ব্যাহত হতে পারে বিবেচনায় তাকে ক্লোজ করা হয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান বলেন, "ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এজন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং তদন্তের স্বচ্ছতা নিশ্চিতে চুনারুঘাট থানার ওসি নুর আলমকে ক্লোজ করা হয়েছে।"
Comments