সিলেটে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডিআই পিকআপের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক মো. কুতুব (৪৫) নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় গ্যাস পাম্পের সামনে মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে। নিহত যুবক সিলেটের জালালাবাদ থানার যুগিরগাঁও গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে।
জানা গেছে, ঘটনার সময় লামাকাজি মাছ বাজারের সামনে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক কুতুব গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঢাকা জার্নালকে বলেন, হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত একজনের মৃত্যু হয়। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। লাশ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Comments