কালকিনিতে অবৈধ বালু উত্তোলনে তিন লাখ টাকা জরিমানা

মাদারীপুরের কালকিনি উপজেলায় আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। পরে শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফিন। এসময় এমভি বার্জ রেসার-২ নামের একটি নৌযান থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে চালক মোতাহারকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানার টাকা আদায় করা হয়।
অভিযান পরিচালনার সময় কালকিনি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Comments