রেকর্ড ভাঙার রাতে ইংলিশদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে রেকর্ড ভাঙা ব্যাটিং প্রদর্শন করে ১৪৬ রানের বড় জয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ম্যানচেস্টারে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৩০৪ রান, যা তাদের টি টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ইনিংসের নায়ক ফিল সল্ট। মাত্র ৩৯ বলে শতক পূর্ণ করে ইংল্যান্ডের দ্রুততম সেঞ্চুরিয়ান হন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে খেলেন ১৪১ রানের ঝড়ো ইনিংস, যা ইংল্যান্ডের টি টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তার সঙ্গে বিধ্বংসী ব্যাটিং করেন অধিনায়ক জস বাটলারও, ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
পুরো ইনিংসে ইংল্যান্ড হাঁকায় ৩০টি চার ও ১৮টি ছক্কা, শুধু বাউন্ডারিতেই আসে ২২৮ রান যা মোট সংগ্রহের প্রায় ৭৫ শতাংশ। দক্ষিণ আফ্রিকার বোলারদের জন্য দিনটি ছিল দুঃস্বপ্নের মতো। কাগিসো রাবাদা (০/৭০), লিজাড উইলিয়ামস (০/৬২) ও মার্কো জানসেন (০/৬০) ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়সাপেক্ষ স্পেল খেলে ফেরেন। তার ওপর অসংযমিত বোলিংয়ে প্রোটিয়ারা দিয়ে বসে ৮টি ওয়াইড ও ৫টি নো-বল, কার্যত দুই ওভার বাড়তি খেলতে দেয় ইংল্যান্ডকে।
৩০৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ঝড়ো করলেও ধারাবাহিকতা রাখতে পারেনি দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক আইডেন মার্করাম ২০ বলে ৪১ রান করে কিছুটা লড়াই দিলেও অন্য প্রান্তে সহযোগিতা মেলেনি। শেষ পর্যন্ত ১৫৮ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার নেন সর্বোচ্চ ৩ উইকেট।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরাল ইংল্যান্ড। আগামী রোববার অনুষ্ঠিত হবে সিরিজের নির্ণায়ক ম্যাচ।
স্কোরকার্ড
ইংল্যান্ড ৩০৪/২ (সল্ট ১৪১*, বাটলার ৮৩)
দক্ষিণ আফ্রিকা ১৫৮ (মার্করাম ৪১, আর্চার ৩/২৫)
ফলাফল: ইংল্যান্ড জয়ী ১৪৬ রানে
Comments