গাজীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা; আহত ২

গাজীপুরের কালিয়াকৈরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী সুমি আক্তার বাদী হয়ে গত শনিবার (৬ সেপ্টেম্বর) কালিয়াকৈর থানায় আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, মো. জুয়েল (২৮), লাভলু হোসেন (৪২), বাবুল হোসেন (৫০), শাকিল (৩০), ইলিয়াছ হোসেন (৪৫), রবিউল ইসলাম (২৫), ফরিদ হোসেন (৩৫), সবুজ আহম্মেদ টুটুল (২৮) ও উজ্জল হোসেন (৩৮)। সবার বাড়ি কালিয়াকৈর পৌরসভার পশ্চিম চান্দরা এলাকায়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার বেলা পৌনে ১টার দিকে বিবাদীরা কয়েকজন সহযোগী নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ শরিফা বেগমের বাড়িতে প্রবেশ করে গালিগালাজ শুরু করে।
এ সময় শরিফার ভাই সানোয়ার হোসেন প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা সানোয়ার হোসেনের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয় এবং শরিফা বেগমকে মারধর করে তার গলা থেকে এক ভরি স্বর্ণের চেইন খুলে নেয়। পরে তারা বাড়িঘর ভাঙচুর করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত সানোয়ার হোসেনকে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে তার অবস্থা অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত বাবুল মিয়ার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, আমি বর্তমানে এসপি অফিসে রয়েছি এবং ঘটনাটি সম্পর্কে বিস্তারিত অবগত নই। থানায় গিয়ে তথ্য জেনে পরে বলতে পারব।
Comments