সুনামগঞ্জে সেরা বংশীবাদক অন্বেষণ প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো 'সেরা বংশীবাদক অন্বেষণ প্রতিযোগিতা'। সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল বেলা সাড়ে ১২টায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
উদ্বোধনকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, 'বাঁশি আমাদের লোকসংগীত ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই ধরনের প্রতিযোগিতা নতুন প্রতিভাদের খুঁজে বের করতে এবং আমাদের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সাহায্য করবে। তিনি আরও বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল বংশীবাদকদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন করার। আজকে এই আয়োজনটা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।'
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জরুল হক চৌধুরী পাভেল বলেন, 'সেরা বংশীবাদক অন্বেষণ প্রতিযোগিতা সুনামগঞ্জে প্রথম হচ্ছে তো বটেই বৃহত্তর সিলেটেও এই প্রথম হচ্ছে। এমনকি বাংলাদেশের কথা চিন্তা করলে এইরকম বর্ণাঢ্য আয়োজনে এইধরনের প্রতিযোগিতা হয়েছে কিনা তা গুগলে সার্চ করেও খুঁজে পাইনি। এটি একটি ভিন্নধর্মী আয়োজন বলা যায়।'
'তারুণ্যের উৎসব-২০২৫' উদযাপনের অংশ হিসেবে 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' স্লোগানকে সামনে রেখে এই আয়োজন করে জেলা প্রশাসন। যা সংগীতের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার বার্তা দেয়। দেশের বিভিন্ন জেলা ও সুনামগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান বাঁশি বাদকরা এই প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হন দর্শক ও বিচারকরা।
Comments