দুর্গাপুরে শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শিশুদের টাইফয়েড প্রতিরোধে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সংবাদ সম্মেলন হয়েছে । বুধবার দুপুরে হাসপাতাল হলরুমে উপজেলার কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এ সংবাদ সম্মেলন হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার, আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, মেডিকেল অফিসার দীপা সরকার, স্বাস্থ্য পরিদর্শক ( ইনচার্জ) সুব্রত চক্রবর্তী।
সংবাদ সম্মেলনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার বলেন, আগামী ১২ অক্টোবর থেকে শিশুদের টাইফয়েড প্রতিরোধে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সী শিশুদের এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিবি) টিকা দেওয়া হবে।
প্রথম পর্যায়ে ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর দুর্গাপুরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকাদান করা হবে। দ্বিতীয় পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অস্থায়ী কেন্দ্রগুলোর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির শিশু ও প্রান্তিক পর্যায়ের সব শিশুদের টিকাদান করা হবে।এ ভ্যাকসিন গ্রহণের জন্য vaxepi.gov.bd এ অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর টিকা কার্ড ডাউনলোড করে এর প্রিন্ট কপি নিয়ে টিকা কেন্দ্রে যেতে হবে। এ টিকাদান সফল করতে সাংবাদিক সহ দুর্গাপুরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
Comments