বরগুনায় জলবায়ু প্রবণতা, দুর্যোগ ও অর্থায়ন বিষয়ক প্রতিবেদন তৈরির ওয়ার্কশপ

বরগুনায় দিন ব্যাপি সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হলো ডেটা ভিত্তিক জলবায়ু প্রবণতা, দুর্যোগ ও অর্থায়ন নিয়ে প্রতিবেদন ও চিত্রায়ন বিষয়ক প্রশিক্ষণ।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হলো এ কর্মশালা। ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও ডেটাফুলের সহযোগিতায় বাংলাদেশের প্রথিতযশা মিডিয়ার ২০ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেয়া হয়।
ডেটা সাংবাদিকতা কী ?
ডেটা সাংবাদিকতার ধরন, গড় মধ্যক প্রচুরক, ডেটা কন্টেন্টের ধরন ও প্রশিক্ষণে ডেটা ভিত্তিক প্রতিবেদন তৈরিসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। জলবায়ূ প্রবণতা, প্রাকৃতিক বিপর্যয়, জলবায়ূ অর্থনীতি এবং প্রতিবেদন বিষয়ে প্রশিক্ষণ দেন ডাটাফুলের ডাটা এডিটর মো. আলমগীর হাসান ও প্রতিবেদনে ব্যবহারযোগ্য বিভিন্ন অ্যাপস সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন ডাটাফুলের ডিজাইন অ্যান্ড ইনফোগ্রাফিক্স হেড মো. মোতাসিম বিল্লাহ।
Comments