টানা দ্বিতীয় দিন ভাঙ্গায় উত্তাল ক্ষোভ, ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন!

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে স্থানীয়দের ক্ষোভআজও অব্যাহত রয়েছে। গতকালের (৯ সেপ্টেম্বর) বিক্ষোভের পরেও দাবি মেটাতে না পারায় আজ (১০ সেপ্টেম্বর, বুধবার) সকাল থেকে আবারও মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। ফলে ঢাকা-দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগপথে চলাচল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং স্থানীয় মতামতকে উপেক্ষা করেছে। এর আগে গতকালও একই কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল।
বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ আজ সকাল সোয়া ৮টায় শুরু হওয়া বিক্ষোভে ঢাকা-গোপালগঞ্জ-খুলনা মহাসড়ক, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক এবং ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা রাস্তায় টায়ার পোড়ানো, গাছের গুঁড়ি ফেলে এবং স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। এতে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা ছাড়া অন্য যানবাহন পার হতে দেওয়া হচ্ছে না। মহাসড়কে কয়েক কিলোমিটার লম্বা যানজট গড়ে উঠেছে, যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। গতকালের যানজটের পরেও সরকারি পর্যায় থেকে কোনো সমাধানের ইঙ্গিত না পাওয়ায় আজকের অবরোধ আরও তীব্র হয়েছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক গেজেট অনুসারে, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বাদ দিয়ে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে যুক্ত করা হয়েছে। স্থানীয়রা এই সিদ্ধান্তকে ভাঙ্গা উপজেলার অখণ্ডতা ভঙ্গকারী বলে মনে করছেন এবং দাবি করছেন, ভাঙ্গাকে পৃথক ফরিদপুর-৫ আসন হিসেবে পুনর্বহাল করা হোক। তাঁদের মতে, এই পরিবর্তন স্থানীয় প্রশাসনিক ও সাংস্কৃতিক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে।
আন্দোলনকারীদের অবস্থান বিক্ষোভকারীরা ভাঙ্গার একাধিক স্থানে দৃঢ় অবস্থান নিয়েছেন। এর মধ্যে রয়েছে আলগী ইউনিয়নের সুয়াদি, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ ও হামিরদী বাসস্ট্যান্ড, মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া এবং ভাঙ্গা পৌরসভার হাসপাতাল মোড়। আজকের কর্মসূচিতে আরও কয়েকটি নতুন স্পট যুক্ত হয়েছে, যেমন মাধবপুর ও নওপাড়া বাসস্ট্যান্ড। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, ইসির সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, "আজকের অবরোধ গতকালের চেয়ে বেশি তীব্র। স্থানীয়রা দুটি ইউনিয়নের সীমানা পরিবর্তনের প্রতিবাদে সব দিক থেকে রাস্তা অবরোধ করেছেন। পুলিশ যথাসাধ্য শান্তি বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু যানজট নিয়ন্ত্রণে আসছে না।"
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, "বিক্ষোভকারীরা সকাল থেকে অবস্থান করছেন এবং যান চলাচল বন্ধ রেখেছেন। প্রশাসনের পক্ষ থেকে আলোচনার চেষ্টা চলছে, কিন্তু এখনও কোনো সমাধান হয়নি।"
Comments