ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধের মাঝে ফুটবলের উচ্ছ্বাস; মহাসড়কে অভিনব দৃশ্য

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এলাকা। ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কসহ প্রধান সড়কগুলোতে টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে এবং কংক্রিটের ব্লক দিয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বিক্ষোভকারীরা। আলগী ও হামিরদী ইউনিয়নের বাসিন্দারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, ফলে ঢাকার সঙ্গে ২১টি জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এক অদ্ভুত ও বৈপরীত্যপূর্ণ দৃশ্য সবার দৃষ্টি কেড়েছে। অবরোধের কারণে ফাঁকা হয়ে যাওয়া মহাসড়কের একপাশে স্থানীয় কিশোররা ফুটবল খেলায় মেতে উঠেছে। যখন একদিকে বিক্ষোভের আগুন জ্বলছে আর স্লোগানে মুখরিত পরিবেশ, তখনই মহাসড়কের অন্যপ্রান্তে ফুটবলের উৎসবমুখর আনন্দ ছড়িয়ে পড়েছে।
এই ঘটনা যেন প্রমাণ করে, রাজনৈতিক অস্থিরতা ও জনদুর্ভোগের মধ্যেও জীবনের স্বাভাবিক গতি থেমে থাকে না। স্থানীয় মানুষ যে কোনো পরিস্থিতিতেই আনন্দের মুহূর্ত খুঁজে নিতে জানেন, তা এই অভিনব দৃশ্যের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে।
Comments