ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্নির্ধারণ, ২১ জেলার সঙ্গে যান চলাচল বন্ধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আবারও বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। এই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার দুটি গুরুত্বপূর্ণ ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি করেছে। এর আগে গত শুক্রবারও একই ইস্যুতে মহাসড়ক অবরোধ করা হয়েছিল।
বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ
আজ সকালে (মঙ্গলবার ৯ সেপ্টেম্বর) থেকে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সকাল সোয়া ৮টায় ঢাকা-গোপালগঞ্জ-খুলনা মহাসড়ক, সাড়ে ৮টায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক এবং সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে এবং স্লোগান দিতে দিতে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। এর ফলে অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবায় নিয়োজিত গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। মহাসড়কে শত শত গাড়ি আটকা পড়েছে, যার ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিক্ষোভের মূল কারণ
নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী এবং হামিরদী ইউনিয়নকে বাদ দিয়ে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে যুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই এই গণবিক্ষোভ। স্থানীয়দের মতে, এই বিভাজন রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং তাদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।
আন্দোলনকারীদের অবস্থান
বিক্ষোভকারীরা ভাঙ্গার একাধিক স্থানে অবস্থান নিয়েছেন। এর মধ্যে রয়েছে আলগী ইউনিয়নের সুয়াদি, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ ও হামিরদী, মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া এবং ভাঙ্গা পৌরসভার হাসপাতাল মোড়। এসব স্থানে আন্দোলনকারীরা দৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন এবং যেকোনো মূল্যে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছেন।
পুলিশ ও প্রশাসনের বক্তব্য
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ভাঙ্গার সড়ক যোগাযোগ বর্তমানে বন্ধ। স্থানীয়রা দুটি ইউনিয়নকে পাশের আসনে নিয়ে যাওয়ার প্রতিবাদে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন।"
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, "বিক্ষোভকারীরা বর্তমানে সব সড়কে অবস্থান করছেন এবং যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন।"
Comments