ফরিদপুরে মহাসড়ক অবরোধ: ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্থানীয়দের বিক্ষোভের কারণে মঙ্গলবার সকাল থেকে মহাসড়ক অবরোধ করা হয়েছে। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী এই দুটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনের পরিবর্তে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা এই অবরোধ কর্মসূচি পালন করছেন।
সকাল সাড়ে ৮টা থেকে শত শত বিক্ষোভকারী ভাঙ্গা উপজেলার পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদ-সহ বিভিন্ন স্থানে মহাসড়কে অবস্থান নেন। তারা গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে তীব্র প্রতিবাদ জানান। এতে ঢাকা-ভাঙ্গা-খুলনা এবং ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়েছে।
আন্দোলনকারীরা তাদের মূল দাবি তুলে ধরে বলেছেন, ফরিদপুর-৪ আসন থেকে এই দুটি ইউনিয়ন বাদ দেওয়ার পরিবর্তে ভাঙ্গা উপজেলাকে নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসনটি পুনরায় চালু করতে হবে। তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ চলবে বলে তারা ঘোষণা দিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পর্যন্ত মহাসড়কের কয়েকটি পয়েন্ট, পুখুরিয়া বাসস্ট্যান্ডে ও হামিরদী বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন স্থানীয়রা। এছাড়াও ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড অবরোধ করে রেখেছে স্থানীয়রা। এতে সব কয়েকটি মহাসড়কের সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
Comments