বরিশালে দাদার লাশ দাফনের সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে চাচা ভাতিজার মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দাদার লাশ দাফনের সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে চাচা ভাতিজার মৃত্যু হয়েছে। হঠাৎ এমন দুর্ঘটনায় পরিবার ছাপিয়ে গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে।
দাদাকে কবর দিতে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চাচা ভাতিজার মৃত্যু হয়েছে। এমন ঘটনা কোন ভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। তরতাজা দুটি প্রাণের হঠাৎ এমন মৃত্যুতে এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে রঘুনাথপুর এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
স্বজনরা জানান, রোববার বার্ধক্যজনিত কারনে নব্বই ঊর্ধ্ব আনিচ হাওলাদারের মৃত্যুর খবর শুনে ছুটে আসেন স্বজনরা। আছরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফন দিতে নেয়া হয়। লাশ কবরে নামানো সময় পাশে থাকা বৈদ্যুতিক ক্যাবলে ষ্টিলের তৈরি খাটিয়ায় স্পর্শ করলে পুরো খাটিয়াটি বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় চারজন। এ ঘটনায় গুরুতর আহত সরোয়ার হাওলাদার ও ফিরোজ সিকদারকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। দুটি পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা সবাই।
শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এমারজেন্সি মেডিকেল অফিসার ডা:মোঃ মেহেদী হাসান পারভেজ জানান, বিদ্যুতায়িত হওয়ার সাথে সাথে ২ জনের মৃত্যু হয়েছে।
নিহত সরোয়ার হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর এলাকার বাসিন্দা আবুল হাওলাদারের ছেলে আর ফিরোজ সিকদার একই এলাকার চান্দু সিকদারের ছেলে। সম্পর্কে তারা চাচা ভাতিজা। নিহত দুজনই ঢাকায় লন্ডিতে কাজ করতেন।
Comments