ভবিষ্যতে ইনফ্লুয়েন্সারদের চেহারা হবে ভয়াবহ, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের জন্য একটি সতর্কবার্তা নিয়ে এসেছে নতুন এক গবেষণা। গবেষকরা বলছেন, বর্তমান জীবনযাত্রা যদি না বদলানো হয়, তাহলে ২০৫০ সালের মধ্যে ইনফ্লুয়েন্সারদের চেহারা হবে ভয়াবহ। 'ক্যাসিনো ডট ওআরজি' (casino.org) নামে একটি প্রতিষ্ঠান চিকিৎসাভিত্তিক গবেষণার ওপর ভিত্তি করে তৈরি করেছে 'এভা' নামের একটি চিত্র, যা দেখে যে কেউ আঁতকে উঠবেন। খবর নিউজউইক।
এই মডেলটিতে দেখা যায়, এভার দেহের গড়ন এবং মুখের গঠনে অসুস্থতার প্রতিচ্ছবি। তার ত্বক ছোপ ছোপ দাগযুক্ত, চুল পাতলা, এবং চোখের নিচে কালচে ফোলা দাগ। এই অস্বাস্থ্যকর জীবনের চিত্রটি বিভিন্ন রোগের লক্ষণকে তুলে ধরেছে।
টেক্সট নেক সিনড্রোম
দিনের পর দিন স্মার্টফোন ব্যবহারের ফলে ঘাড় বাঁকা হয়ে যায়, কাঁধ ঝুলে পড়ে এবং মাথা সামনের দিকে ঝুঁকে থাকে। 'ইন্টারডিসিপ্লিনারি নিউরোসার্জারি জার্নাল' এর গবেষণা অনুযায়ী, দীর্ঘ সময় ধরে স্মার্টফোন ব্যবহার করলে মেরুদণ্ড ১৫ থেকে ৬০ ডিগ্রি কোণে বেঁকে যেতে পারে।
কন্টাক্ট ডার্মাটাইটিস
এভার ত্বকের ছোপ ছোপ দাগগুলো ঘন ঘন প্রসাধনী ব্যবহার এবং বারবার স্কিনকেয়ার প্রোডাক্ট বদলানোর ফলে দেখা দিয়েছে। এটি 'কন্টাক্ট ডার্মাটাইটিস' এর লক্ষণ।
ডিজিটাল আই স্ট্রেইন
ভিডিও এডিটিং, লাইভ স্ট্রিমিং এবং দীর্ঘ সময় ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে এভার চোখে লালচে ভাব, শুষ্কতা, ঝাপসা দেখা এবং চোখের নিচে কালো দাগ ও ফোলাভাব দেখা দিয়েছে। এটি 'কম্পিউটার ভিশন সিনড্রোম' বা ডিজিটাল আই স্ট্রেইন (চোখের ক্লান্তি) নামে পরিচিত।
ট্র্যাকশন অ্যালোপেশিয়া
এভার পাতলা চুলের কারণ হলো 'ট্র্যাকশন অ্যালোপেশিয়া' নামের একটি রোগ। চুলের গোড়ায় দীর্ঘ সময় ধরে এক্সটেনশন ব্যবহার বা শক্ত করে বাঁধা থাকলে এমনটি হয়, যা টাক পড়া বা চুল পাতলা হয়ে যাওয়ার কারণ।
বিকৃত মুখমণ্ডল
অতিরিক্ত ফেসিয়াল বা লিপ ফিলার ব্যবহারের কারণে মুখের স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে মুখ ফুলে যাওয়া বা চিবুক সূচালো হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
গবেষণাটিতে ঘুমের ঘাটতিকেও একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইনফ্লুয়েন্সারদের মাঝরাত পর্যন্ত জেগে থাকা এবং ভ্রমণের কারণে ঘুমের চক্র ব্যাহত হয়, যার ফলে দীর্ঘমেয়াদি ক্লান্তি এবং চুল পড়ার মতো সমস্যা দেখা দেয়।
'ক্যাসিনো ডট ওআরজি' এর এক মুখপাত্র বলেন, 'এভা শুধু একটি কল্পনা নয়, এটি দীর্ঘমেয়াদি অভ্যাসের ফল। এর মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছি: কাজ এবং স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রাখুন, কাজের সময়সীমা নির্ধারণ করুন, এবং মনে রাখুন, স্বাস্থ্যই সবচেয়ে বড় ট্রেন্ড।'
Comments