টেকনাফে সিএনজিযোগে পাচারকালে ২০ লিটার মদসহ আটক-১

কক্সবাজারের টেকনাফে সিএনজিযোগে অবৈধভাবে বাংলা মদ পরিবহনের সময় ২০ লিটার মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৮ সেপ্টেম্বর) রাতে দমদমিয়া চেকপোস্টে তল্লাশির সময় কক্সবাজার থ-১১-৪২৬৮ নম্বরের একটি সিএনজি থেকে এসব মদ উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারি হলো— ফিরোজ আহম্মেদ (২৪), পুরাতন পল্লানপাড়া, টেকনাফ।
টেকনাফ ২ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুল রহমান জানায়, সিএনজি থেকে প্রথমে ১৫ লিটার মদ উদ্ধার হয়। পরে আসামির স্বীকারোক্তিতে সিটের নিচ থেকে আরও ৫ লিটার মদ পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Comments