ফরিদপুরে ইসির সিদ্ধান্তের প্রতিবাদে ৫ ঘণ্টা সড়ক অবরোধ, যান চলাচল স্বাভাবিক

নির্বাচন কমিশনের (ইসি) ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা ফরিদপুর-বরিশাল ও ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ করেন। সকাল ৮টা থেকে পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদসহ বিভিন্ন পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। জুমার নামাজের সময় তারা সড়ক থেকে সরে যান, ফলে মহাসড়ক দুটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, "নামাজের পর বিক্ষুব্ধ জনতা আর সড়ক অবরোধ করেনি। সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মহাসড়কে মোতায়েন রয়েছে। আশা করছি, শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে।"
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, "ইসির নতুন সীমানা তালিকায় আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ করেছেন। আমি আন্দোলনকারীদের আশ্বাস দিয়েছি এবং তাদের দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, এবং মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। দ্রুত সমাধানের আশা রাখছি।"
স্থানীয়রা জানান, ইসির এই সিদ্ধান্ত তাদের স্বার্থের পরিপন্থি এবং অযৌক্তিক। তারা আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে, এবং কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করছে।
Comments