সীমান্তে বিজিবির অভিযানে ৭ লাখ টাকার মাদক জব্দ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ও মংলা সীমান্তে পৃথক অভিযানে ২ হাজার ৯৪০ পিস এবং ১ হাজার ৪৭৫ পিস ভারতীয় কুপিজেসিক ইনজেকশনসহ ৭লাখ টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে হিলি সীমান্তের ৪ নম্বর পোষ্ট ও মংলাপাড়া এলাকায় টহলদল অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা বস্তা ফেলে পালিয়ে যায়, যা উদ্ধার করে তল্লাশি চালিয়ে মালামাল জব্দ করা হয়।
আজ শুক্রবার দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী সীমান্তে অভিযান অব্যাহত থাকবে। এছাড়া মাদক, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
Comments