একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন এক সৌদি প্রবাসীর স্ত্রী, দুই পরিবারে খুশির বন্যা!

বিয়ের ৩ বছর পর একসঙ্গে ৪ সন্তান জন্ম দিয়েছেন বিথী আক্তার নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালের অবস্ বিভাগে ভর্তির পর নরমাল ডেলিভারির মাধ্যমে ৪ সন্তান প্রসব করেন তিনি। জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে ৩ ছেলে ও এক কন্যা সন্তান হয়েছে।
নবজাতকগুলোর ওজন তুলনামূলক কম হওয়ায় বর্তমানে অনেকটা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালে কর্মরত চিকিৎসকরা।
এমন ঘটনায় গৃহবধূ ও তার পরিবারের সদস্যরাসহ স্বজনরা আনন্দিত। ৪ নবজাতক এবং তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন পরিবারটি।
জানা যায়, তিন বছর আগে জেলার কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের বল্লাবাড্ডা গ্রামের লিয়াকত আলীর ছেলে সৌদি প্রবাসী নাজমুল ইসলামের সাথে একই বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের আদাজান গ্রামের বাদল মিয়ার মেয়ে বিথীর আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের ৩ বছর পর বিথী গর্ভধারণ করেন। বৃহস্পতিবার সকালে কুমুদিনী হাসপাতালে ভর্তির পর বেলা সাড়ে ১১ টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে ৪টি সন্তান প্রসব করে। এই ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
বিথীর বাবা বাদল মিয়া জানান, বিথীর প্রথম সন্তানের মা হওয়ার আনন্দ ছিল দুই পরিবারে। নিরাপদ ডেলিভারি নিশ্চিত করতে বৃহস্পতিবার সকালে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের সহযোগীয় নরমাল ডেলিভারির মাধ্যমে চার সন্তানের জন্ম দেন বিথী।
এ বিষয়ে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমা আক্তার বলেন— গত বৃহস্পতিবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে বিথী নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকরা আল্ট্রাসনোগ্রাম করে একাধিক সন্তান হওয়ার বিষয়টি নিশ্চিত হন এবং সতর্কতা অবলম্বন করেন। পরে নরমাল অস্ত্রপচারের মাধ্যমে ৪ সন্তান প্রসব করেন তিনি।
তিনি আরও বলেন— বাচ্চাগুলোর ওজন কম হওয়ায় তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া বাচ্চার মা মানসিকভাবে অসুস্থ। তাকেও আমরা গুরুত্বসহকারে চিকিৎসা প্রদান করছেন।
এ ব্যাপারে কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেশ ভৌমিক বলেন, চিকিৎসক এবং নার্সদের আন্তরিকতায় বিথীর সফল ডেলিভারি সম্ভব হয়েছে। তবে, চার শিশুর মধ্যে দুইটি শিশুর অবস্থা সংকটাপন্ন, তাদের চিকিৎসা চলবে।
Comments