নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে: প্রেসসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে প্রেসসচিব একথা জানান।
তিনি আরো জানান, বর্তমান পরিস্থিতি ও ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৩১ আগস্ট) এ বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা বরাবর বলে আসছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে- এই সিদ্ধান্ত অনড় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, স্ট্রংলি বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোন শক্তিই এটি প্রতিহত করতে পারবে না।
নির্বাচন ঠিক ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে। কোন ধরনের কন্সপিরেসি এটাকে থামাতে পারবে না।
Comments