ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ

গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলীয় নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ।
আজ দুপুরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর পদক্ষিন শেষে রেলগেইটে গিয়ে প্রধান সড়ক অবরোধ করে। গণ অধিকার পরিষদের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা প্রায় আধাঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোশাররফ হোসেন।
এ সময় গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা জাতীয় পার্টি নিষিদ্ধ এবং ২৪ ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানান।
Comments