গোপালগঞ্জে এক’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক'শ পিস ইয়াবাসহ সুমন লস্কার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কাশিয়ানী উপজেলার সাফলিডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের শাহাদত শেখের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতক সুমন মুকসুদপুর উপজেলার উজানী দক্ষিণপাড়া গ্রামের মো. হাবিবুর রহমান লস্কারের ছেলে। সে কাশিয়ানী উপজেলার সাফলিডাঙ্গা পশ্চিমপাড়া শাহাদাত শেখের বাড়িতে ভাড়া থাকতেন।
ওসি কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার সাফলিডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় ওই গ্রামের শাহাদত শেখের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুমন লস্কারকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে এক'শ পিস ইয়াবা উদ্ধার কর হয়। এ ব্যাপারে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।
Comments