উল্লাপাড়ায় বিশ্ব ডায়বেটিস দিবস পালিত
"জীবনব্যাপী ডায়াবেটিকস এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাক স্বাস্থ্যকর কর্মসূচি আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ডায়বেটিস দিবস ২০২৫।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদের।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হাফিজুর রহমান, ব্র্যাক সমন্বয়ক সিরাজগঞ্জের মো. রইস উদ্দিন, উল্লাপাড়া এরিয়া ম্যানেজার ব্রাক স্বাস্থ্য কর্মসূচির মোহাম্মদ জালাল উদ্দিন।
এছাড়া সরকারি বিভাগের এইচ আই ইনচারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ব্র্যাকের অন্যান্য কর্মসূচি কর্মী বিন্দু, স্বাস্থ্য সেবিকা। রেলি শেষে কয়রা ইউনিয়নের জঙ্গল খামার গ্রামে এনসিডি ক্যাম পরিদর্শন করছেন এবং উপস্থিতি দের সঙ্গে আলোচনা করছেন।
বক্তারা বলেন, ডায়বেটিস একটি নীরব ঘাতক রোগ। সচেতনতা, নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য গ্রহণ ও নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা ডায়বেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ডায়বেটিস বিষয়ে তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।
Comments