ছেলেকে নিয়ে গোবিন্দের স্ত্রীর বার্তা

বলিউডের বর্ষীয়ান অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজা সাম্প্রতিক সময়ে বিবাহবিচ্ছেদের গুঞ্জনের কারণে শিরোনামে উঠে আসেন। তবে এ সব কিছুর মাঝেই সুনীতা ছেলের প্রথম বলিউড সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, সম্প্রতি 'ইট ট্রাভেল রিপিট'-এর সঙ্গে আলাপচারিতায় সুনীতাকে প্রশ্ন করা হয়, নেটিজেনদের মন্তব্য নিয়ে তার প্রতিক্রিয়া কী। এক ভক্ত লিখেছিলেন যশবর্ধন এত সুন্দর। সাইয়ারায় তাকেই হওয়া উচিত ছিল। উত্তরে সুনীতা বলেন, আমিও চাই। তবে যশ আরও ভালো সিনেমা করছে।
তিনি জানান, আহান পান্ডের ব্লকবাস্টার ডেবিউ ফিল্ম 'সাইয়ারা' তিনি এখনও দেখেননি, তবে যশবর্ধন দুবার সিনেমাটি দেখেছে। সুনীতার ভাষায়, আমি এখনও দেখিনি। ১৪ তারিখে নেটফ্লিক্সে আসছে, তখন দেখব। যারা আসছে তাদের সবাইকে শুভকামনা। আমি চাই সব বাচ্চারা নাম করুক।
রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাদানির সঙ্গে যশবর্ধনের সম্পর্ক নিয়েও প্রশ্ন করা হয় সুনীতাকে। উত্তরে তিনি বলেন, যশের সঙ্গে ওর সম্পর্ক আছে। তবে আমার এখনো সরাসরি দেখা হয়নি। রবিনা ফোন করে সিনেমার ট্রায়ালে ডাকলেও আমি তখন জয়পুরে পূজায় ব্যস্ত ছিলাম। পরে থিয়েটারে গিয়ে সিনেমা দেখেছি। রাশা খুব মিষ্টি মেয়ে, ওকে দেখে রবিনার ছোটবেলার কথা মনে পড়ে।
উল্লেখ্য, আহান পান্ডে মোহিত সুরির 'সাইয়ারা' দিয়ে রাতারাতি তারকা হয়ে ওঠেন। রাশা থাদানিও তার সিনেমা 'আজাদ'-এ অভিনয় করে নজর কাড়েন। এদিকে, যশবর্ধন আহুজা বলিউডে অভিষেক করতে যাচ্ছেন সাই রাজেশ পরিচালিত তেলুগু হিট 'বেবি' (২০২৩)-এর হিন্দি রিমেক দিয়ে।
Comments