মাদক ব্যবসায়ীদের ছাড় নেই- হুঁশিয়ারি টুঙ্গিপাড়া থানার নবাগত ওসির

টুঙ্গিপাড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে টুঙ্গিপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেছেন, সমাজে যত অপরাধ রয়েছে, তার মূল উৎস হচ্ছে মাদক ও ধূমপান। ধূমপানের মাধ্যমেই কিশোর ও তরুণেরা মাদকাসক্ত হয়ে পড়ে, যার ফলশ্রুতিতে চুরি, ছিনতাই, ধর্ষণ ও খুনের মতো অপরাধ সংঘটিত হয়। গবেষণায় দেখা গেছে, ৯৫% শিশুর শরীরে নিকোটিনের উপস্থিতি পাওয়া গেছে, যার প্রধান কারণ পরিবারের বা আশেপাশের লোকদের প্রকাশ্যে ধূমপান। তাই এখন থেকে প্রকাশ্যে ধূমপান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
আজ মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে টুঙ্গিপাড়া থানা চত্ত্বরে অনুষ্ঠিত নাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ওসি জাহিদুল ইসলাম আরো বলেন, আমি যদি দেড় বছর এই থানায় দায়িত্ব পালন করতে পারি, তাহলে তিন ধাপে টুঙ্গিপাড়াকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত ও আদর্শ থানা হিসেবে গড়ে তুলবো। প্রথম ৬ মাস: সচেতনতা, তালিকা প্রণয়ন ও প্রথম ধাপের অভিযান। এক বছর মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান ও আইনি ব্যবস্থা। দেড় বছর শেষে টুঙ্গিপাড়া হবে একটি মডেল মাদকমুক্ত থানা যা দেশের অন্যান্য থানার জন্য উদাহরণ হয়ে থাকবে।
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আমাকে সহযোগিতা করুন। আমি আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। গণমাধ্যমের সহায়তা পেলে এই উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম গত ২০ আগস্ট টুঙ্গিপাড়া থানায় যোগদান করেন। পূর্ববর্তী কর্মস্থল মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়।
Comments