‘আমি এখনও পর্যন্ত কাউকে সত্যি ভালবাসিনি’

কবে বিয়ে করবেন সালমান খান—বছরের পর বছর এই প্রশ্ন করে আসছেন তার অনুরাগীরা। ব্যক্তিজীবনে অভিনেতার সম্পর্কের তালিকায় রয়েছে একাধিক জনপ্রিয় নায়িকার নাম।
সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ পর্যন্ত কারও সঙ্গেই স্থায়ী হয়নি তার সম্পর্ক। একসময় সঙ্গীতার সঙ্গে বিয়ের কার্ডও ছাপা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ভেঙে যায় সেই বিয়ে।
এরপরও বলিউড 'ভাইজান'-এর প্রেমের গুঞ্জন থামেনি। ক্যাটরিনার বিয়ের পর সালমানের জীবনে আসেন রোমানিয়ার গায়িকা-অভিনেত্রী ইউলিয়া ভন্তুর। দীর্ঘদিন তাদের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় ছিল নানা জল্পনা।
তবে সম্প্রতি সালমান নিজেই জানালেন, ''আমি এখনও পর্যন্ত কাউকে সত্যি ভালবাসিনি।''
ইউলিয়ার সঙ্গে সালমানের সম্পর্ক ঘিরে শোনা গেছে অনেক কিছু। গুরু রণধাওয়ার মিউজিক ভিডিও 'ম্যাঁয় চলা' থেকেই তাদের ঘনিষ্ঠতার গল্প শুরু। ইউলিয়া সালমানের ছবিতেও গান গেয়েছেন। 'সিকান্দার' সিনেমার 'লগ যা গলে' গানটির জন্য ইউলিয়া প্রকাশ্যে কৃতজ্ঞতা জানিয়েছেন সালমানের প্রতি।
তবে ব্যক্তিগত জীবনে নানা ঝুঁকির কারণে সালমান খান যেন আরও সতর্ক হয়ে উঠেছেন। গত কয়েক বছরে একাধিকবার মৃত্যু হুমকি পেয়েছেন তিনি। এমনকি দুষ্কৃতীদের গুলিও চলেছে তার বাড়িতে। তাই হয়তো ৫৯ বছর বয়সে এসেও একা হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি 'বিগ বস্ ১৯'-এর মঞ্চে এক প্রতিযোগী যখন তাকে জিজ্ঞেস করেন, ''সত্যিকারের ভালবাসা কি অসম্পূর্ণ থেকে যায়?'' তখনই সালমানের সোজাসাপ্টা উত্তর— ''আমি তো এখনও পর্যন্ত কাউকে সত্যি ভালবাসিনি।''
অভিনেতার এমন বক্তব্যে তার অনুরাগীদের মনে নতুন করে প্রশ্ন উঠেছে— তবে কি ইউলিয়ার সঙ্গেও আর টিকল না সালমানের সম্পর্ক? ফের একা হয়ে গেলেন ভাইজান?
Comments