চলচ্চিত্র অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই

চলচ্চিত্রের বহুমুখী প্রতিভা, অভিনেত্রী ও নির্মাতা জাহানারা ভূঁইয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগে যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন সোমবার (২১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা, সংগীতশিল্পী নিলয় আহমেদ।
সংবাদমাধ্যমে অভিনেত্রীর পারিবারিক জানিয়েছে, ডায়াবেটিসসহ দীর্ঘদিনের অসুস্থতায় জাহানারা ভূঁইয়ার দুটি কিডনিই অচল হয়ে যায়। গত ১৬ মাস ধরে মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন তিনি। নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি।
সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গীতিকার, প্রযোজক ও নির্মাতা হিসেবেও পরিচিত ছিলেন জাহানারা ভূঁইয়া। তাঁর চলচ্চিত্রযাত্রা শুরু গীতিকার হিসেবে। স্বামী মুক্তিযোদ্ধা ও পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার 'নিমাই সন্ন্যাসী' সিনেমাতে প্রথম গান লেখেন তিনি। আশির দশকে 'সৎমা' সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের মন জয় করেন। এরপর শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। পাশাপাশি পরিচালনা করেছেন কয়েকটি সিনেমা, যার মধ্যে 'সিঁদুর নিও না মুছে' অন্যতম।
জাহানারা ভূঁইয়া প্রয়াত চলচ্চিত্র পরিচালক আজীজ আহমেদ বাবুলের বোন। স্বাধীনতার পর নারী নির্মাতাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছিলেন তিনি। তার পরিচালিত 'সিঁদুর নিও না মুছে' সেন্সর ছাড়পত্র পেলেও মুক্তির মুখ দেখেনি।
জাহানারা ভূঁইয়ার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকারাই শোক প্রকাশ করেছেন। জাহানারা ভূঁইয়া মরদেহ কোথায় সমাহিত করা হবে, সে ব্যাপারে এখনো তার পরিবারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি
Comments