ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ গ্রাহক সেবা বিষয়ক গণশুনানি

ব্রাহ্মণবাড়িয়া জেলার গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা বিষয়ে গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা শহরের টেংকের পাড়ের পৌর কমিউনিটি সেন্টারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর উদ্যোগে এ গণশুনাণি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ফিল্ড কোঃ লিঃ এর ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ ফজলে আমীন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী জোনায়েদ হোসেন, এনসিপির জেলা সমন্বয়ক আজিজুর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বাখরাবাদ গ্যাস ফিল্ড কোঃ লিঃ ব্রাহ্মণবাড়িয়ার উপব্যবস্থাপক প্রকৌশলী মোঃ শাহ আলম। বক্তারা বলেন সংযোগের জন্য ডিমান্ড নোট অনুযায়ী কোটি কোটি টাকা ব্যংকে জমা থাকলেও নতুন সংযোগ দেয়া হচ্ছে না। মাসিক সিস্টেম লস ৪৮%। সিস্টেম লস কমিয়ে আনতে পারলে অবৈধ ভাবে গ্যাসের ব্যবহার বন্ধ হবে। বিগত আওয়ামীলীগ সরকার ভারতের সাথে কোন চুক্তি করে থাকলে পাশাপাশি ভারতে চোরাইভাবে গ্যাস সরবরাহ করা হলে তা বন্ধের দাবী পাশাপাশি তিতাস গ্যাসকে পূনরায় তিতাস নামেই নামকরণের দাবী জানান। পরে কর্মকর্তারা গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
Comments