গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের পথসভাকে কেন্দ্র করে জেলা পুলিশের নজিরবিহীন নিরাপত্তা

গোপালগঞ্জের মুকসুদপুরে গণ অধিকার পরিষদের পথসভাকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা নিয়েছে জেলা পুলিশ।
আজ শুক্রবার সকাল ১১টায় মুকসুদপুর কলেজ মোড়ে গণ অধিকার পরিষদের পথসভা অনুষ্ঠিত হবে। পথসভায় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও সাধারন সম্পাদক মোহাম্মদ রাসেদ খাঁন বক্তব্য রাখবেন। পথসভায় গোপালগঞ্জ জেলা সভাপতি আল আমীন সরদার সভাপতিত্ব করবেন। এই পথসভাকে কেন্দ্র করে পথসভাস্থল ও আশপাশের এলাকায় র্যাব, পুলিশ, এপিবিন ও সাদা পোষাকে শত শত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
মুকসুদপুরের পথসভা শেষে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যশোর জনসভায় যোগ দিবেন।
মুকসুদপুর থানার পরিদর্শক তদন্ত শীতল চন্দ্র পাল বলেন, কোন প্রকার অনাক্ষিত ঘটনা যাতে কেউ ঘটনাতে না পারে তার জন্য পথসভা স্থল, আশপাশ ও যাত্রাপথে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে।
Comments