অবশেষে গৃহহীন বয়োজ্যেষ্ঠ দম্পতির স্বপ্ন পূরণ
পিরোজপুরের সদর উপজেলার নামাজপুর গ্রামের অসহায় গৃহহীন বয়োজ্যেষ্ঠ ছালেক আকন দম্পতির দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে একটি পাকা ঘরের চাবি তাদের হাতে তুলে দেওয়া হয়। এই দম্পতি দীর্ঘদিন ধরে পলিথিনের ছাপরা ঘরে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। বিষয়টি স্বেচ্ছাসেবী সংগঠন "পজেটিভ পিরোজপুর" এর মাধ্যমে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় অবহিত হয়।
সংশ্লিষ্ট দপ্তরগুলো যৌথ উদ্যোগে দ্রুত একটি পাকা ঘর নির্মাণ করে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ বয়োজ্যেষ্ঠ দম্পতির হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি তুলে দেন। এ সময় তিনি বলেন,"গৃহহীন বয়োজ্যেষ্ঠ দম্পতির হাতে একটি পাকা ঘরের চাবি তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ উদ্যোগ বাস্তবায়নে যাঁরা সংশ্লিষ্ট ছিলেন, তাঁদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
চাবি হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুনুর রশীদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. মতিউর রহমান, পজেটিভ পিরোজপুরের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নতুন পাকা ঘরের চাবি পেয়ে আবেগাপ্লুত ছালেক আকন বলেন, "আমি দীর্ঘদিন ধরে ঘরের জন্য দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু কোনো ঘর পাইনি। জেলা প্রশাসন ও পজেটিভ পিরোজপুরের মাধ্যমে একটি পাকা ঘর পেয়েছি। আমরা খুবই খুশি এবং মনেপ্রাণে সবার জন্য দোয়া করি।"
Comments