এনবিআরের আরও ৫৮ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও ৫৮ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা সবাই অতিরিক্ত সহকারী কর কমিশনার।
বুধবার (২০ আগস্ট) কর প্রশাসন-১ শাখার প্রথম সচিব মোসাদ্দেক হুসেন (কর প্রশাসন) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর বিভঅগে বদলিকৃত কর্মকর্তাদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি অথবা পদোন্নতি দেয়া হলো।
এতে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Comments