তিন বাম ছাত্রসংগঠনের প্যানেল ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে 'অপরাজেয় ৭১, অদম্য ২৪' নামে প্যানেল ঘোষণা করেছে ক্যাম্পাসে সক্রিয় তিন বাম ছাত্রসংগঠন। আজ বুধবার দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি মাহির শাহরিয়ার রেজা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের সমন্বয়ে এ প্যানেল করা হয়েছে।
ঘোষিত প্যানেলে ভিপি পদে লড়বেন যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী মো. নাইম হাসান হৃদয়। জিএস পদে প্রার্থী হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয়। এছাড়া এজিএস পদে লড়বেন দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম।
প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনবিষয়ক সম্পাদক পদে লড়বেন ফাহমিদা আলম, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক পদে সুর্মী চাকমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে শাকিব মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক পদে আবদুল্লাহ ইবনে হাসান (জামিল), ছাত্র পরিবহনবিষয়ক সম্পাদক পদে মাসফিকুজ্জামান তাইন এবং স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে মিনহাজুল ইসলাম ফারহান। তবে গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বীকে সমর্থন জানিয়ে গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি প্যানেলটি।
এছাড়া ১৩টি সদস্য পদের বিপরীতে পাঁচজনের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন- হাসিন, তর্পিতা ইসলাম অব্ধি, জুনাইদ হোসেন, আদনান মুহাম্মদ এবং মাহবুবুর রহমান। বাকিদের নাম পরে ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, বিসিএল ছাত্রলীগের সভাপতি গৌতম শীল প্রমুখ।
Comments