কুয়েতে অবৈধ মদ তৈরির দায়ে গ্রেপ্তার ৬৭, মূল হোতা বাংলাদেশি

কুয়েতের কর্তৃপক্ষ স্থানীয়ভাবে তৈরি মদ উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত ৬৭ জনকে গ্রেপ্তার করেছে, যাদের প্রধান একজন বাংলাদেশি। সম্প্রতি এসব মদপানে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় স্থানীয় সময় শনিবার রাতে এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, আবাসিক ও শিল্পাঞ্চলে ছয়টি কারখানা এবং আরো চারটি নির্মীয়মাণ কারখানা সিলগালা করা হয়েছে।
মন্ত্রণালয় আরো জানায়, এ অপরাধচক্রের প্রধান একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য সন্দেহভাজন এক নেপালি কিভাবে মিথানল প্রস্তুত ও বিক্রি করা হতো, তা স্বীকার করেছেন।
এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিষাক্ত মদ্যপানজনিত মিথানল বিষক্রিয়ার ঘটনা বেড়ে ১৬০ জনে পৌঁছেছে। এর মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশির ভাগই এশীয় নাগরিক।
এর আগে ১৩ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।
কুয়েতে মদ আমদানি বা স্থানীয়ভাবে উৎপাদন নিষিদ্ধ। তবে কিছু গোপন স্থানে তদারকি বা সুরক্ষা মানহীন মদ তৈরি করা হয়, যা পানকারীদের মারাত্মক বিষক্রিয়ার ঝুঁকিতে ফেলে।
Comments