উল্লাপাড়া ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক যুবক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। বুধবার সকালে উল্লাপাড়া ষ্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
উল্লাপাড়া ষ্টেশন মাষ্টার মাসুম আলী জানান,গতকাল রাত ১২ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্যেশে রওনা হয়। ট্রেনটি সিরাজগঞ্জের উল্লাপাড়া ষ্টেশনে পৌছালে এ দূর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি ট্রেনের যাত্রী ছিলেন। এবং ট্রেনের দরজা ধরে থাকা অবস্থায় ষ্টেশনে পৌছালে কোন কিছুর সাথে মাথায় আঘাত লেগে পড়ে যায়। এবং সেখানেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দিন বলেন,নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার কোন পরিচয় জানা যায়নি।মরদেহটি সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তে পিবিআই ও সিআইডির টিম কাজ করছে।
Comments