৪৩৭ ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মোংলা বেইসের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে মোংলা বন্দর বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি বাড়ি থেকে প্রায় ২ লাখ ৫১ হাজার টাকা মূল্যের এক কেজি গাঁজা এবং ৪৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় মো. বেল্লাল হোসেন (৪০) এবং মো. সগির হোসেন (৫২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা দুজনই বাগেরহাট জেলার মোংলা সদরের বাসিন্দা।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মাদকদ্রব্য এবং আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। মাদক প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Comments