‘জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে হবে’

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জে ভূমি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দিনব্যাপী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ভূমি সেবা দ্রুত ও কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হয়।
সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়। সেমিনারে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সেগুলো সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জনগণের ভোগান্তি কমাতে এবং সেবার মান উন্নয়নে উপস্থিত কর্মকর্তাদের মূল্যবান মতামত গ্রহণ করা হয়। একই সাথে ভূমি সেবা গ্রহীতাদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে বিদ্যমান প্রক্রিয়াগুলোর পর্যালোচনা করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এর আগে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ভূমি সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এ সময় তিনি সেবার মান উন্নয়নে উপস্থিত সকলের মূল্যবান মতামত শোনেন এবং সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।
এ-সময় জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরীনা দেবনাথসহ জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), তহসিলদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments