দেশের স্বাস্থ্য সংস্কার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মহিউদ্দীন রনি

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্য সংস্কার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন আন্দোলনরতরা। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় বরিশাল কেন্ত্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষনা দেন আন্দোলনের অন্যতম নেতা মহিউদ্দীন রনি।
সংবাদ সম্মেলনে রনি বলেন, আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে রোববার সকাল ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে মিছিল বের করা হবে।
এসময় তিনি স্বাস্থ্য সংস্কার আন্দোলনে বরিশালবাসী সহ দেশ বাসীকে পাশে থাকার আহবান জানিয়েছেন ।
সংবাদ সম্মেলনে রনি অভিযোগ করে বলেন, হাসপাতালের সামনে শিক্ষার্থীদের অনশনে ছাত্রলীগের একটি গ্রুপ তাদের উপর হামলা চালিয়েছে। তারা এই হামলার তীব্র নিন্দা ও জড়িতদের বিচার দাবি করে
উল্লেখঃ গত ২০ দিন যাবত স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
Comments