বাংলাদেশ এসোসিয়েশন ইন কাতালুনিয়ার সাথে বকুল খানের মতবিনিময় ও সংবর্ধনা
বাংলাদেশ এসোসিয়েশন ইন কাতালুনিয়া স্পেন এর উদ্যোগে সাংবাদিক বকুল খানের সাথে এক মতবিনিময় এবং সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ আলম স্বাধীন। বার্সেলোনার প্লাজা-পেদ্রর স্থানীয় রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কমিউনিটি ব্যক্তিত্ব বকুল খান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মহিউদ্দিন হারুন। সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দুলাল।
বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, নুরুল আমিন নুরু, সহ সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, নজরুল ইসলাম, মজিবুর রহমান, জাকির হোসেন ভূঁইয়া, মনির হোসেন খান, রফিক উল্লাহ রিফন, রাজু সাবিত, ইন্জিনিয়ার মোহাম্মদ হোসাইন প্রমুখ।
উপস্থিত ছিলেন শফিকুর রহমান, ফয়জুল ইসলাম মাসুক, রাজু সাবিত, রফিক উল্লাহ, মঈনুল হাসান সুমন, আব্দু মুমিন, রাসেল খান, এ কে মিল্লাত, ইমরান আহমেদ, আইনুল তফাদার, ওমর আকবর নিখান, সৈয়দ বদরুদ্দোজা চৌধুরী, মোহাম্মদ সুমন, আব্দুল মান্নান, মারুফ উদ্দিন, মোহাম্মদ নাদিম হোসেন , আইনুল হক তফাদার, আরিফ হোসেন, আব্দুল মান্নান, ফায়েক আহমেদ, সোহাইল মিয়া, আব্দুল্লাহ আল মামুন, নোমান উদ্দিন, সৈয়দ আলাউল, শফিকুর রহমান, রাশেদ চৌধুরীসহ সামাজিক ও সাংগঠনিক ব্যক্তিরা।
বক্তারা বলেন, স্পেনসহ ইউরোপের স্বচ্ছ সাংবাদিকতা ও প্রচার প্রচারণা অতি গুরুত্বপূর্ণ এই কঠিন কাজকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে যে কয়েকজন সাংবাদিক অগ্রগামী তাদের মধ্যে বকুল খান একজন।
Comments