সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মালয়েশিয়ায় সভা

আলোচিত গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া।
রবিবার বিকালে কুয়ালালামপুরের একটি অফিসে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া সভাপতি মোঃ আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনার কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম।
এসময় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সিনিয়র সহ- সভাপতি রফিক আহমদ খান, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিরন, দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি, সাংবাদিক আশরাফুল মামুন, মোহাম্মদ আলী প্রমুখ ।
এসময় বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ সকল সাংবাদিক হত্যার সঠিক বিচার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শেষে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় নিহত সব সাংবাদিকদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।
Comments