লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক, মাদকসহ গ্রেপ্তার আরও ১

লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় সেনাবাহিনীর অভিযানে একেএম ফরিদ উদ্দিন নামে যুবদল নেতা আটক হয়েছেন। তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক। একই রাতে ওই ইউনিয়নের নাঈম নামে আরেকজনের বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (১১ আগস্ট) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান। তিনি জানান, প্রথমে ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র জব্দ করা হয়। এরপর নাঈমের বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
আটককৃত ফরিদ উদ্দিন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে। তাকে আইনীপ্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comments